পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের বিষয়ে কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে সংশ্লিষ্ট এসবি, ডিএসবি বা সিএসবিতে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ওই পোস্টে উদাহরণ দিয়ে বলা হয়, যদি কোন ব্যক্তির স্থায়ী ও বর্তমান উভয় ঠিকানা ঢাকা মহানগরের অধিভুক্ত হয়। তাহলে তার স্থায়ী ও বর্তমান উভয় ঠিকানা ঢাকার স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে ভেরিফিকেশন করা হয়। আর যদি কোনো ব্যক্তির স্থায়ী ও বর্তমান উভয় ঠিকানা কোনো জেলা অধিভুক্ত হয় তাহলে তার স্থায়ী ও বর্তমান উভয় ঠিকানা জেলা স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) থেকে ভেরিফিকেশন করা হয়।
এছাড়া যদি কোন ব্যক্তির স্থায়ী ঠিকানা কোনো জেলা অধিভুক্ত হয় তাহলে তার স্থায়ী ঠিকানা ওই জেলার জেলা স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) থেকে এবং বর্তমান ঠিকানা যদি ঢাকা মহানগরের অধিভুক্ত হয় তাহলে তার বর্তমান ঠিকানা ঢাকার স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে ভেরিফিকেশন করা হয়।
ওই পোস্টে আরও বলা হয়, আবেদনকারীর আবেদন পাসপোর্ট অফিস হতে স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী ও বর্তমান ঠিকানায় পুলিশ ভেরিফিকেশনের জন্য অনলাইনে প্রেরণ করা হয়। পাসপোর্ট আবেদনকারীর ভেরিফিকেশনের বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে তার ঠিকানা সংশ্লিষ্ট এসবি বা ডিএসবি বা সিএসবিতে যোগাযোগ করতে হবে। আবেদনকারীর স্থায়ী ও বর্তমান ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে ‘Hello SB’ অ্যাপসের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট এসবি, ডিএসবি বা সিএসবি’র দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
তথ্য সূত্র : দেশ রুপান্তর