#একটি_প্রস্হান_একবুক_কষ্ট:আমি বাকরুদ্ধ। কিংকর্তব্যবিমূঢ়। কি লিখবো বুঝতে পারছি না। আমি অশ্রুসিক্ত, আমি আহত, আমার হৃদয় রক্তাক্ত। সকলকেই মরতে হবে। তাই বলে এভাবে আপনি হঠাৎ চলে যাবেন, তা ভাবিনি।আপনি আমাকে পরম স্নেহ করতেন, আমাকে ভালোবাসতেন। কখনো বা ভাই, বন্ধু কখনো বা দায়িত্বশীল পিতার মতই।
প্রতিটা দিনেই আপনার সাথে কাজ করি, হজ ব্যবস্হাপনা নিয়ে আপনার সার্বক্ষনিক তৎপরতায় অংশ গ্রহন করি।
বাংলাদেশের হজযাত্রীদের কল্যানে সুশৃংখল হজ ব্যবস্হাপনা, বাংলাদেশের সকল আলেম ওলামাগনের সাথে আপনার আত্মার সম্পর্ক, আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় আপনার একনিষ্ঠ প্রচেষ্টা, আপনার জ্ঞান, আপনার প্রজ্ঞা, আপনার কর্মকৌশল, আপনার দেশ প্রেম, আপনার সততা সত্যিই বিরল।
হজ ব্যবস্হাপনার শৃংখলা আনয়নের লক্ষ্যে আমি ২০১৭ সাল থেকেই সংগ্রাম করে আসছি। মাঝে মাঝে ক্লান্তি অনুভব করতাম, একা এ লড়াই থেকে ক্ষান্ত দেবার ইচ্ছা জাগ্রত হতো। যেদিন থেকে আপনাকে পেলাম, নতুন উদ্যমে হজ ব্যবস্হাপনার শৃংখলার কাংখিত গন্তব্যের দিকে একযোগে ধাবিত হতে লাগলাম। পণ করলাম দুজনে “আমরা কোন অন্যায় অনিয়ম করবো না এবং কাউকে অন্যায় অনিয়ম করতেও দিব না”।
আপনি আমাকে বলেছিলেন আপনার হাতে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হতে। আমি হাতে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। কোলে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে বলেছিলেন, আমি যাতে আপনার হাতটা কখনো না ছাড়ি। আমিও আপনাকে বিনয়ের সংগে অনুরোধ করেছিলাম, “ আমিও যাতে আপনার স্নেহ বঞ্চিত না নই”।
আমরা কথা রেখেছিলাম। বাংলাদেশের হজযাত্রীদের কল্যানে সততার সাথে আত্মনিবেদন করেছি। সউদি আরবের মন্ত্রীদের সাথের প্রত্যেকটি বৈঠকে আপনি আমাকে সাথে রাখতেন।
আপনার বক্তব্য উপস্হাপনার শৈলী, নেগোশিয়েটিং ক্যাপাসিটি এবং ব্যাক্তিত্বের কারনে সউদি মন্ত্রীগণও আপনাকে সমীহ করতেন এবং আপনার সকল দাবী সমুহ মেনে নিতেন। হজযাত্রীদের বাংলাদেশে ইমিগ্রেশন এর বিষয়টি নিয়ে আমরা ২০১৮ সাল থেকে চেষ্টা করছিলাম, স্বপ্ন দেখছিলাম।
কিন্তু সফল হতে পারিনি। আপনি মন্ত্রনালয়ের দায়িত্ব নিয়েই আমাকে বল্লেন চলো সউদি আরবে যাই। আমরা গেলাম, আপনি আপনার যোগ্যতায় সউদি হজমন্ত্রী ড: সালেহ বিন তাহের বিনতান এর হৃদয় জয় করলেন, বাংলাদেশের হজযাত্রীদের জন্য নিয়ে আসলেন স্বদেশেই ইমিগ্রেশন। আপনার তুলনা আপনি নিজেই।
বাংলাদেশের হজযাত্রীদের সেবার অনন্য দৃষ্টান্ত আপনি স্হাপন করেছেন। এদেশের মানুষের হৃদয়ে আপনি চির অম্লান থাকবেন। আপনি এদেশের মানুষের হৃদয় স্পর্শ করতে পেরেছিলেন। আল্লাহর মেহমান হজযাত্রীদের কল্যানে আপনার অনন্য অসাধারন ভুমিকার জন্যই মহান রাব্বুল আলামিন আপনার জান্নাতুল ফেরদাউস নিশ্চিত করবেন ইনশাআল্লাহ।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/hajjncomewsbd/public_html/wp-includes/functions.php on line 5143caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/hajjncomewsbd/public_html/wp-includes/functions.php on line 5143
Leave a Reply