কোটাবিরোধী আন্দোলনকে সহিংসতা ও নাশকতা উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পত্রজারি করার দায়ে বরখাস্ত হয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম।
মঙ্গলবার (১৩ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে গত ১২ আগস্ট ৯৭২ স্মারকমূলে ‘কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহ’ বিষয়ে জারিকৃত পত্রটি গতকালই (সোমবার) বাতিল করা হয়েছে।