কম টাকায় হজে নেয়ার প্রতিযোগিতা বন্ধ করতে হবে। দালালদের হাতে হজের টাকা দেয়া যাবে না। এহেরামের কাপড় পড়ে হজযাত্রীদের রাস্তায় রাস্তায় কান্নাকাটি আমরা আর দেখতে চাই না। চলতি বছর থেকে জেদ্দার পরিবর্তে ঢাকায় প্রি-ডিপারচার ইমিগ্রেশন চালু হবে ইনশাআল্লাহ। গতকাল মঙ্গলবার আশকোণাস্থ হজ অফিসে হজ ব্যবস্থা সর্ম্পকিত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মো.আব্দুল্লাহ প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সউদী কর্তৃপক্ষ বাংলাদেশী হাজীদের জেদ্দার ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করতে রাজি হয়েছে। এ ব্যাপারে কার্যক্রম শুরুর লক্ষ্যে আগামী ৯ এপ্রিল সউদী আরবের একটি উচ্চ ক্ষমতা কারিগরি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। ঢাকায় প্রি-ডিপারচার ইমিগ্রেশন চালু হলে হাজীদের সবচেয়ে বড় কষ্ট লাঘব হবে। তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আল্লাহর মেহমান হাজীদের চোখের পানি দেখতে চান না। প্রধানমন্ত্রীর দকনির্দেশনায় সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম এদিয়ে চলছে। এতে আরো বক্তব্য রাখেন ধর্ম সচিব মো. আনিছুর রহমান ও হাবের মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলিম । উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, যুগ্ম-সচিব আব্দুল হামিদ জমাদ্দার, হাবের সিনিয়র সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতী, ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব (হজ) শরাফাত জামান, ধর্ম প্রতিমন্ত্রী নাজমূল হক সৈকত ও সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, গত মাসে সউদী আরব সফরকালে সউদী কর্তৃপক্ষ অধিকাংশ দাবী মেনে নিয়েছে । এ বছর দেড়শ’ হজ কোটার পরিবর্তে একশ’ কোটায় হজযাত্রী প্রেরণের সুযোগ পাচ্ছে এজেন্সীগুলো। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় গত বছরের চেয়ে এবার হজ ব্যবস্থাপনার কাজ অত্যন্ত সুন্দর হবে ইনশাআল্লাহ।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/hajjncomewsbd/public_html/wp-includes/functions.php on line 5143caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/hajjncomewsbd/public_html/wp-includes/functions.php on line 5143
Leave a Reply