আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার বন্ধের ৮ বছরেও খোলার অগ্রগতি না হওয়ায় শ্রমিক সঙ্কটে শোচনীয় পরিস্থিতিতে থাকা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা শ্রমিক নিয়োগে ঝুঁকছেন ভারত ও পাকিস্তানের দিকে।
ইতোমধ্যে বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে ওইসব দেশ থেকে হাজার হাজার শ্রমিক এনেছেনও তারা। তবে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের শ্রমিক সঙ্কটে চাহিদা পূরণে দুর্বলতার এ সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশের শ্রমবাজারটি এখন লুফে নিচ্ছে ভারত ও পাকিস্তান।
এদিকে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শতকরা ৭০/৮০ জনই এখন কাজ করছে ওইসব দেশের শ্রমিক।
দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে দেখা গেছে এমনই চিত্র। জানা গেছে, আরব আমিরাতে অবস্থানরত ভারত ও পাকিস্তানের রিক্রুটিং এজেন্সিগুলো এবং কিছু আদম ব্যবসায়ী তাদের দেশের হাজার হাজার শ্রমিক সরবরাহে প্রতিযোগিতায় নেমে পড়েছে।
প্রতিদিন কোন না কোন বাংলাদেশি প্রতিষ্ঠানে এসে খোঁজ-খবর নিয়ে শ্রমিক চাহিদা অনুপাতে লোক সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ওইসব দেশের শ্রমিক বাংলাদেশি শ্রমিকদের তুলনায় তেমন দক্ষ নয় বলে অনেকেই আনতে চাচ্ছেন না।
এ ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি ও আদম ব্যবসায়ীরা কৌশল অবলম্বনে ভিজিট ভিসায় লোক এনে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে হাজির করিয়ে কাজের দক্ষতা প্রমাণে নিয়োগ ভিসা লাগানোর ব্যবস্থা করে দিচ্ছে।
অপরদিকে দেশীয় শ্রমিক সঙ্কটে পরিস্থিতি শিকারে নিরুপায় বাংলাদেশি ব্যবসায়ীরা বাধ্য হয়েই তাদের প্রতিষ্ঠানে ওইসব দেশের শ্রমিক নিয়োগ দিচ্ছেন। যা আমিরাতে বাংলাদেশের শ্রমবাজারে অশনি সঙ্কেত হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা।
উল্লেখ্য, কতিপয় বাংলাদেশির অপরাধ-কর্মকান্ডে ২০১২ সালের আগষ্টে বাংলাদেশি শ্রমিকদের নতুন নিয়োগ ভিসা বন্ধ করে দেয় আমিরাত।
ভুক্তভোগী প্রবাসীদের দাবি দু’দেশের কূটনৈতিক তৎপরতা আবারো জোরদার করে খুব শিগগিরই ভিসা খোলার ব্যবস্থা করা হোক।
নচেৎ ভারত ও পাকিস্তানের নাগরিকরা সুযোগ যেভাবে লুফে নিচ্ছে তাতে অচিরেই ওই দু’টি দেশের দখলে চলে যাবে বাংলাদেশের বৃহত্তম এ শ্রমবাজার। চলমান প্রেক্ষাপটে এমনটিই আশঙ্কা প্রকাশ করছেন প্রবাসী।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/hajjncomewsbd/public_html/wp-includes/functions.php on line 5143caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/hajjncomewsbd/public_html/wp-includes/functions.php on line 5143
Leave a Reply