ভ্রমণপ্রেমীদের জন্য এই প্রথমবারের মতো পর্যটন ভিসা (টুরিস্ট ভিসা) দেওয়ার সুখবর দিল সৌদি আরব। তেলকেন্দ্রিক অর্থনীতি থেকে বেরিয়ে এসে বহুমুখী উদ্যোগের অংশ হিসেবে পর্যটন শিল্পের নতুন বিকাশ ঘটালো দেশটি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ নামক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এ ঘোষণা তখনই এলো যখন সৌদি আরবের তেল স্থাপনায় হামলার মাত্র দুই সপ্তাহ পেরিয়েছে। ওই হামলার পর বৈশ্বিক বাজারে তেলের দামে বেশ প্রভাব পড়েছে। একই সঙ্গে আঞ্চলিক দ্বন্দ্বের আশঙ্কা সৃষ্টি হয়েছে।
আজ ২৭/০৯/২০১৯ইং হতে সৌদি আরবে ভ্রমণের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে সৌদি সরকার। প্রাথমিকভাবে ৪৯টি দেশের নাগরিকগণ অন-এরাইভাল ভ্রমণ ভিসা পাওয়ার সুযোগ পাবে। উক্ত দেশের নাগরিকগণ ভ্রমণপূর্বে বিভিন্ন দেশে অবস্থিত সৌদি দুতাবাস থেকেও অগ্রিম ভিসা নিতে পারবেন। অন-এরাইভাল ভিসা সহজতর করার জন্য সৌদি পোর্টগুলোতে সেলফ সার্ভিস মেশিন স্থাপন করা হয়েছে, উক্ত মেশিনে পাসপোর্ট স্ক্যান করে হাতের ছাপ ও ছবি তুলার পর অটোমেটিক্যালি প্রদত্ত স্লিপ নিয়ে নির্ধারিত কাউন্টারে ভিসা ফি ৩০০ রিয়াল এবং হেলথ ইন্সুরেন্স ফি ১৪০ রিয়াল হিসেবে সর্বমোট ৪৪০ রিয়াল প্রদান করতে হবে। উক্ত ভিসার বৈধতা থাকবে ৩৬০ দিন এবং সৌদি আরবে অবস্থানের বৈধতা থাকবে ৯০ দিন প্রতি ভ্রমণে এবং কোন ভাবেই তা এক বছরে ১৮০ দিনের বেশি হবে না। সৌদি কর্তৃপক্ষের বিবৃতি মোতাবেক কয়েক মিনিটের মধ্যেই অন-এরাইভাল ভিসা কার্যক্রম সম্পন্ন করা যাবে।
যে সকল দেশের নাগরিকগণ এই সুযোগ নিতে পারবেনঃ
১- ইউরোপের ৩৮ টি দেশ।
২-এশিয়ার ৭ টি দেশঃ (ব্রুনাই, জাপান, সিংগাপুর, মালেশিয়া, দঃ কোরিয়া, কাজাকিস্থান এবং চীন)।
৩-উত্তর আমেরিকার ২টি দেশঃ (ইউনাইটেড স্টেটস এবং কানাডা)।
৪-অষ্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।
বিশেষ শর্তাবলীঃ
*অমুসলিম পর্যটকগণ মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবেন না।
*১৮ বছরের কম বয়স্ক পর্যটকগণ একা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
*পর্যটন ভিসাকে চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।
*পর্যটন ভিসা ব্যবহার করে হজ্ব করা যাবে না। হজ্ব মওসুম ব্যতীত অন্যান্য সময়ে এই ভিসা ব্যবহার করে উমরাহ আদায় করা যাবে।
*মহিলাদের মার্জিত পোশাক ব্যবহার করতে হবে এবং সৌদি সামাজিক আচার-আচরণের পরিপন্থি কার্যকলাপ হতে বিরত থাকতে হবে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/hajjncomewsbd/public_html/wp-includes/functions.php on line 5143caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/hajjncomewsbd/public_html/wp-includes/functions.php on line 5143
Leave a Reply