মসজিদে হারামে এক রাকাত নামায এক লক্ষ রাকাতের সমান- এ কথা সহীহ হাদীসে আছে। কিন্তু হারাম শরীফে একটি গুনাহ করলে এক লক্ষ গুনাহর সমান হবে এ কথা না কুরআনে আছে না হাদীসে। অনেকে সওয়াবের সাথে তুলনা করে গুনাহের ব্যাপারে এরকম ধারণা করেন। এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা।
সওয়াবের ক্ষেত্রে সাধারণত একটি ছওয়াবের কাজে কমপক্ষে দশটি ছওয়াব লাভ হয়। এজন্য এক রাকাতকে হাজার রাকাতের সমান করে দেন, লক্ষ রাকাতের সমান করে দেন। কিন্তু গুনাহের ক্ষেত্রে তার নীতি হল একটি গুনাহ একটিই গণ্য হয়। তবে একথা ভিন্ন যে, কেউ হারাম শরীফে গুনাহ করলে হারাম শরীফের সম্মান ক্ষুন্ন করার অপরাধও তার উপর বর্তায়। তবে এর অর্থ এই নয় যে, ওখানে এক গুনাহ করার দ্বারা এক লক্ষ গুনাহ লেখা হবে।
একটি বিষয় স্মরণীয় যে, মসজিদের বাইরে ও পুরো হারাম শরীফে এই ছওয়াব পাওয়া যাবে এটা কোনো সহীহ হাদীস দ্বারা প্রমাণিত নয়।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/hajjncomewsbd/public_html/wp-includes/functions.php on line 5143caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/hajjncomewsbd/public_html/wp-includes/functions.php on line 5143
Leave a Reply