কাতারে ইন্টারন্যাশনাল বিজনেস ডেলিগেশন -আইবিডি সামিটে যোগ দিচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা। ২৮ এপ্রিল থেকে ১ লা মে চারদিন কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে এই সামিট।
শুক্রবার রাতে ঢাকা থেকে কাতারের উদ্দেশ্যে রওনা দেন জনশক্তি প্রেরণসহ নানা খাতের ব্যবসায়ীরা। জনশক্তি প্রেরণকারকদের সংগঠন বায়রার সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ফখরুল ইসলামের তত্ত্বাবধানে এবং বায়রার সভাপতি সংসদ সদস্য বেনজির আহমেদের নেতৃত্বে সামিটে অংশ নিচ্ছেন তারা।
বায়রার সভাপতি প্রবাস বার্তা’কে জানান, “কাতার বাংলাদেশের বড় একটি শ্রমবাজার। নতুন করে দেশটিতে বেশি কর্মী যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। আইবিডি সামিটে সেই বিষয়ে আমরা আলোচনা করবো।”
আইবিডি সামিটে বাংলাদেশের সমন্বয়ক ফখরুল ইসলাম বলেন, কাতারে শ্রমবাজার সম্প্রসারণ বিষয়ে এই সামিট বড় ভূমিকা রাখবে। এছাড়াও দেশটিতে ওষুধ, সবজি, হিমায়িত খাবার ও কৃষি পন্য রফতানির বড় সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরা তথা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব সৃষ্টির জন্য সামিটে অংশ নিচ্ছেন বলেও জানান ফখরুল ইসলাম।
বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা অংশ নেবেন আইবিডি সামিটে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/hajjncomewsbd/public_html/wp-includes/functions.php on line 5143caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/hajjncomewsbd/public_html/wp-includes/functions.php on line 5143
Leave a Reply