অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমাদের দেশের মানুষ ইনকাম ট্যাক্স তো কম দেয়, তেমনিভাবে অনেকে সক্ষম কিন্তু যাকাতটাও আদায় করে না। আমাদের ওপর হজ যেমন ফরজ তেমনি যাকাতও যাদের সম্পদ আছে তাদের জন্য বাধ্যতামূলক। আমি বিশ্বাস করি যাকাত একটি আন্দোলনে রূপ নেবে যদি আমরা সবাই একটু একটু করে এগিয়ে আসি।
শনিবার হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো: আবদুল্লাহ ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।
হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা পর্ব সঞ্চালনা করেন মহাসচিব ফারুক আহমদ সরদার ও যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান।
রাজধানীর পুলিশ কনভেনশন হলে ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, ধর্ম সচিব মোঃ আনিছুর রহমান। উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জহির আহমেদ, আশকোনা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম, হাবের সাবেক সভাপতি মো: ফারুক, আব্দুশ শাকুর, মো: ইব্রাহীম বাহার, সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, মো: ইব্রাহীম, সাবেক সহসভাপতি সৈয়দ গোলাম সরওযার, ফরিদ আহমেদ মজুমদার, সাবেক মহাসচিব এম এ রশীদ শাহ সম্রাট, হাবের অর্থসচিব মুফতী আব্দুল কাদের মোল্লা, চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো: শাহ আলম প্রমুখ।
অর্থমন্ত্রী যাকাতের ব্যাপারে আরো বলেন, হজ এজেন্সির যারা আছেন আপনারাতো হজের কাজ করবেনই আমার অনুরোধ হচ্ছে পাশাপাশি কারা যাকাত দেবে, কিভাবে যাকাত দেবে শিখিয়ে দেবেন। যাকাত দিলে সম্পদ সঠিক হয়। আল্লাহ সম্পদে বরকত দেন। আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, গরীবদের আাদের সম্পদের ওপর হক রয়েছে। এই হক যেন পুরণ করতে পারি।
অর্থমন্ত্রী বলেন, আগে প্রতি বছরই হজের সময় খারাপ অবস্থা দেখতাম। কিছু লোক যেতে পারছেন না, ফ্লাইট নেই, এজেন্সি মালিককে পাওয়া যাচ্ছে না ইত্যাদি নানা সমস্যা। এখন এই সমস্যাগুলো আর নেই। তিনি হজ এজেন্সিগুলোকে উদ্দেশ্য করে বলেন, আপনারা অত্যন্ত সুন্দরভাবে হজ-ওমরাহ ব্যবস্থাপনার কাজ করে আসছেন। প্রত্যেক মানুষের জীবনের ইচ্ছা থাকে একবার বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করার এবং রাসুলের রওজা জেয়ারাত করার। আমরা যেন সবাই প্রার্থনা করি আমাদের কেউ যেন বায়তুল্লাহ তাওয়া রওজা জেয়ারাত ছাড়া মৃত্যু না দেয়।
অর্থমন্ত্রী বলেন, হজের জন্য আমাদর প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশনা দেন যেন প্রতিবছর শুদ্ধভাবে হজ আদায় হয়। তিনি এই ব্যাপারে সব সময় খোঁজ-খবর রাখেন যা করণীয় করার নির্দেশ দেন। আমিও আমার ওপর কোন দায়িত্ব আসলে তা পরিপালন করবো।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ বলেন, হজ ব্যবস্থাপনায় যেখানে যে সমস্যা আছে সেগুলো সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করবো। আজও প্রধানমন্ত্রীর সাথে হজ নিয়ে আমার কথা বলার সুযোগ হয়েছে। তিনি প্রি-ডিপার্টচার ইমিগ্রেশনের ব্যাপারে বলেছেন যেন এই ব্যাপারে আমরা শক্তভাবে অগ্রসর হই। কোনভাবেই এটা যেন না পেঁছায়। প্রতিমন্ত্রী বলেন, এ বছর যদি সুন্দরভাবে হজ সম্পন্ন হয় প্রধানমন্ত্রী হজ এজন্সিগুলোর সৌজন্যে গণভবনে ডিনারের আয়োজন করবেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/hajjncomewsbd/public_html/wp-includes/functions.php on line 5143caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/hajjncomewsbd/public_html/wp-includes/functions.php on line 5143
Leave a Reply