সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে পলাতক এক বাংলাদেশী,তাকে ধরিয়ে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। তার নাম ছিদ্দিক আহমদ,তার বাড়ি বালিচর,বড়লেখা, মৌলভীবাজার, সে যার মাধ্যমে ওমরাহ করতে এসেছেন তিনি বলেনঃ এমন বাটপারদের জন্য বাংলাদেশের সঠিক ওমরাহ পালন কারী গন ওমরাহ করতে পারেননা,কয়েকদিন পরপর বাংলাদেশের জন্য ওমরাহ বন্ধ করে দেয়া হয়।
গত ২বছর যাবত কেহ এ জগন্য কাজ করেনি তাই ওমরাহ খোলা ছিলো।যে কোনো ভাইয়ের কাছে সে আশ্রয় পেয়েছে।আপনি চিন্তা করে দেখুন আপনার কারনে অবৈধ লোক সুযোগ পেয়ে লাখো মানুষের ইবাদতে ঘাটতি আসবে যার কারনে আপনার ওপর আল্লাহর গজব আসবেই আসবে।পরিশেষে বলি তাকে যে ধরিয়ে দিতে পারবেন আমি পুরস্কৃত করবো।আর বর্তমান সৌদির যে অবস্থা তার কোনো লাভ নাই, বরং দেশের ক্ষতি। বিশেষ করে জেদ্দা ও আবহার বন্ধু রা আপনারা একটু সহযোগিতা করুন। যোগাযোগ ০১৭২৮৩৯১২৩৮
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/hajjncomewsbd/public_html/wp-includes/functions.php on line 5143caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/hajjncomewsbd/public_html/wp-includes/functions.php on line 5143
Leave a Reply