সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওমরাহ পালনে যাওয়া ২০ মুসল্লি। সোমবারের ঐ দুর্ঘটনায় আরও ২৯ আরোহী গুরুতর আহত; হয়েছেন দগ্ধ। আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে, সৌদি নিরাপত্তা বাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট। জানায়- ওমরাহ পালনে যাওয়া মুসল্লিদের নিয়ে মক্কার উদ্দেশ্যে যাচ্ছিলো বাসটি। পথে আসির প্রদেশের আকাবা শা’র এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সজোরে ব্রিজে ধাক্কা দেয়। মুহূর্তেই বাসে আগুন ধরে যায়। হতাহতদের পরিচয় ও জাতীয়তা এখনও নিশ্চিত করা যায়নি। পুরো এলাকা নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে। সাময়িকভাবে আসির-আবাহা সংযোগ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত, আহত ২৯ |
Bus Accident 20 Umrah pilgrims lost their lives in a serious bus accident in Saudi Arabia. Another 29 passengers were seriously injured in Monday’s crash; got burned This information was given in the official statement, Saudi security forces and the voluntary organization Red Crescent. Said – the bus was going to Makkah with pilgrims going for Umrah. On the way, the bus lost control and hit a bridge in Aqaba Shaar area of Asir province. The bus caught fire instantly. The identities and nationalities of the casualties are yet to be confirmed. The entire area is under security d