রোহিঙ্গা মহিলাকে বাংলাদেশী পাসর্পোট তৈরী করে নিজের স্ত্রী হিসাবে বাংলাদেশী বানিয়ে সৌদী আরবে পাচার করছেন ,তাকে ধরিয়ে দিতে পারলে দু্ই লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। তার নাম ইফতেখার উদ্দীন ,তার বাড়ি ফুল ছোয়া ,বাকিলা ,হাজীগঞ্জ ,চাদপুর সে যার মাধ্যমে ওমরাহ করতে গিয়েছেন সে বলেন তাবলীগ করেন ,ঢাকা ক্যান্টনমেন্ট দোকান একাধীক দেশের ভিসাও রয়েছে ,রোহিঙ্গা মহিলাকে জন্মনিবন্ধন দিয়ে পাসর্পোট করে উমরাহ আদায়ের নামে পাচারকার করেন যাহার কারনে এমন বাটপারদের জন্য বাংলাদেশের সঠিক ওমরাহ পালন কারী গন ওমরাহ করতে পারেননা,কয়েকদিন পরপর বাংলাদেশের জন্য ওমরাহ বন্ধ করে দেয়া হয়।
তিনি এই বছর উমরাহ এর মাধ্যমে রোহিঙ্গা পাচার করার পরে আবার হজের মাধ্যমেও রোহিঙ্গা পাচার করার জন্য আল আবরার নামীয় প্রখ্যাত বক্তা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এর লাইসেন্স নং -৬২৭ এর মাধ্যমে নিবন্ধন করে পাচারের প্রয়াশ চলমান রেখেছেন । হয়তোবা এই ধরনের অপকর্ম উক্ত জনাব ইফতেখার উদ্দীন হজেও করার লক্ষে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন ।
বিষয়টি আইনগত দিকে ব্যাবস্থা নেওয়ার উদ্দোগ গ্রহন এর ইঙ্গিত গ্রহনের সুপারিশ করেন সংশিল্ট এজেন্সী নেওয়ার জন্য অনুরোধ করেছেন ।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/hajjncomewsbd/public_html/wp-includes/functions.php on line 5143caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/hajjncomewsbd/public_html/wp-includes/functions.php on line 5143
Please arrest him and get back that wife